মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ আজ বিকেলে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের রমজান মিয়া(৫২) নামের এক ব্যক্তি বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়পুর গ্রামের রমজান মিয়া মৃত জদু মিয়ার ছেলে।সে স্হানীয় সড়ক নির্মাণ কাজের পাহাড়াদার ছিল। আজ বিকেল ৪ টায় বৈদ্যুতিক মোটরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতের চেঁড়া তারে জড়িয়ে বৈদ্যুতিক শকে সে মারা যায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুপ্ত হাল রিপোর্ট করে।
ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকাবাসী বলছে রমজান মিয়া সহজ সরল লোক ছিল।
তার পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।