মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ উপজেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ গতকাল সোমবার বিকেলে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সামাইকোনায় ডিসিএস বিল্ডার্স নামক একটি অবৈধ ইটভাটা ভেংগে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩মার্চ /২৫ সোমবার বিকেলে নেত্রকোনা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঃ মতিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এম এ কাদেরের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ ইটভাটা ডিসিএস বিল্ডার্স ভেংগে গুড়িয়ে দেয়।এর মালিক মোহনগঞ্জের পৌরসভার বিপ্লব কুমার রায় কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ইটভাটা ডিসিএস বিল্ডার্স স্হায়ীভাবে বন্ধ করা হয়েছে।এই ইটভাটা সম্পুর্ন অবৈধভাবে চলছিল, কোন কাগজপত্র ছিল না। সহকারী কমিশনার ভূমি এম এ কাদের এতথ্য নিশ্চিত করেছেন।