Shopping cart

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

মার্চ ২, ২০২৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা সহ ব্যবসায়ীদের মাঝে সচেতনতা মুলক প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ মার্চ) বিকেল ৪টায় মাধবপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মজিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ০৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায়  মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি পায়ে হেঁটে  চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরী না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাধবপুর থানার একটি টিম সহযোগিতা করেন।

উপজেলা সহকারী (ভূমি) মজিবুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *