সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সীমান্তিক জনকল্যাণ সংস্থা.ইছামতী বাজারের উদ্যোগে ৪র্থ দফায় ১ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও, রহমতপুর, দারোগাখালি,সৈদাবাদ ও আলমপুর এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সীমান্তিক জনকল্যাণ সংস্থা’র সভাপতি ইলিয়াস আলী, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, সমাজসেবক মসব্বির আলী,সংগঠনের সহসভাপতি সমুজ আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান আলী,সদস্য খালেদ আহমদ প্রমুখ।
এর আগে প্রথম দফায় গত ৬ জানুয়ারি উপজেলার বাহাদুরপুর, রাবারড্রাম ও ছনবাড়ি এলাকায় ২’শতাধিক শীতবস্ত্র বিতরণ।
১২ জানুয়ারি ২দফায় ইছামতী বাজারে ও ১৩ জানুয়ারি তৃতীয় দফায় হাদাপান্ডব ইসলাম বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ২ শতাধিক শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
ঐতিহ্যবাহী এই সামাজিক সংগঠনের সভাপতি মো.ইলিয়াস আলী’র ব্যবস্থাপনায় উপরোল্লিখিত কর্মসূচীগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।