Shopping cart

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ১১ম প্রয়াণ দিবস পালন

জানুয়ারি ১৮, ২০২৫

জেলা প্রতিনিধি আলমগীর কবীর হৃদয় :- পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবসে মহানায়িকার জন্মস্থান পাবনায় ১১ তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

দিনটি পালন উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পামাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়। এরপর সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় এক সংক্ষিপ্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা: রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সহ-সভাপতি ফরিদুল ইসলাম খোকন,গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, এ্যাটিউন ব্যান্ডের পরিচালক মোঃ মাহবুবুল আলম লিটন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *