সুনামগঞ্জ সংবাদদাতা: ছাত্রদলে যোগ না দেওয়ায় সুনামগঞ্জ সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত এক নিরীহ শিক্ষার্থীর ওপর ন্যাক্কারজনক ও নির্মম হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদলে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় সুনামগঞ্জ সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ নামের এক শিক্ষার্থীর ওপর পৈশাচিক হামলা চালানো হয়। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখা।
আজ (২৬ জানুয়ারি) সোমবার এক যৌথ প্রতিবাদ বার্তায় জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন ও জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম এই ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, “শিক্ষাঙ্গনে স্বাধীন মত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে রাজনীতির নামে জবরদস্তি ও সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্প্রতি ছাত্রদলে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় সুনামগঞ্জ সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ নামের এক শিক্ষার্থীর ওপর পৈশাচিক হামলা চালানো হয়েছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
আমরা সুনামগঞ্জের শান্তিপ্রিয় নগরীতে ছাত্ররাজনীতির নামে নোংরা ও সহিংস সংস্কৃতি তৈরির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
নেতৃবৃন্দ আরও বলেন, “একজন শিক্ষার্থী তার নিজস্ব মত ও অবস্থান থেকে যে কোনো সংগঠনে যোগ দেওয়া বা না দেওয়ার পূর্ণ অধিকার রাখে। সেই মৌলিক অধিকার হরণ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সামাজিক নিরাপত্তা উভয়কেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। “ছাত্রদলের এই কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের সুস্পষ্ট প্রমাণ বহন করে।”
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের কমিটিতে যুক্ত হতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে ছাত্রলীগের সমর্থক আখ্যা দিয়ে রাস্তা আটকিয়ে হামলা চালায়।
এদিকে ২৪ পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয়রা অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাঙ্গনে সকল প্রকার সন্ত্রাস ও সহিংস রাজনীতি বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



