নিজস্ব প্রতিবেদক, ছাতক সুনামগঞ্জ, পাপলু মিয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোটের আসন সমঝোতা সম্পন্ন হয়েছে।
এই গুরুত্বপূর্ণ আসনে জোটের পক্ষ থেকে চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেম প্রিন্সিপাল মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুস সালাম (আল মাদানী)-এর নাম। জোটের সমঝোতা ও সিদ্ধান্ত দীর্ঘ আলোচনার পর ১১ দলীয় জোটের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটি নির্বাচনী এলাকায় প্রার্থীর জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে। জোটের শীর্ষ নেতারা মনে করছেন, ছাতক ও দোয়ারাবাজারের উন্নয়নে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি একজন যোগ্য প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করবেন।
প্রিন্সিপাল মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুস সালাম (আল মাদানী) একজন প্রখ্যাত আলেম এবং দক্ষ শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘ সময় ধরে তিনি ওই এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।
মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুস সালাম বলেন, আমি ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। ছাতক ও দোয়ারাবাজারের মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। অবহেলিত এই জনপদের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যেতে চাই।”
প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালামের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা ছাতক ও দোয়ারাবাজারে জোটের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় জনগণের মতে, একজন স্বচ্ছ ভাবমূর্তির আলেম প্রার্থী হওয়ায় নির্বাচনী লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ হয়েছে।
ইতিমধ্যেই জোটের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেছেন। ছাতক-দোয়ারাবাজারের প্রতিটি ঘরে ঘরে জোটের বার্তা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন স্থানীয় দায়িত্বশীলরা।



