ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হয়েছে। ক্লাবের সদস্য ও দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আব্দুস ছালাম শাকিলকে আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ১১ জানুয়ারি ২০২৬, রোববার। ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি আগামী মেয়াদে সংগঠনের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
দীর্ঘদিন ধরেই অনলাইন সাংবাদিকতায় পরিচিত মুখ শাকিল। দায়িত্বশীল ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি ইতোমধ্যে ছাতকের সাংবাদিক সমাজে সুনাম অর্জন করেছেন। সংবাদ পরিবেশনে নৈতিকতা, পেশাদারিত্ব এবং তথ্যের নির্ভুলতা তাকে তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও আধুনিক সাংবাদিকতার উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনিযুক্ত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে ক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির বলেন, “আব্দুস সালাম শাকিলের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও নৈতিক সাংবাদিকতা আমাদের ক্লাবকে আরও গতিশীল করবে। তার নেতৃত্বে ছাতকের গৌরবময় সাংবাদিকতার ঐতিহ্য নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।” তিনি আরও বলেন, সত্য, সাহস ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় শাকিলসহ ক্লাবের সকল সদস্য মিলিতভাবে কাজ করলে অনলাইন সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ হবে।
সাংবাদিকতার বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে নেতৃত্ব হিসেবে একজন যোগ্য ও নীতিনিষ্ঠ ব্যক্তিকে পাওয়া ক্লাবের জন্য বড় প্রাপ্তি উল্লেখ করে সদস্যরা জানান, অনলাইন সাংবাদিকতার জগতে ছাতক অঞ্চলকে আরও বেশি গুরুত্ব ও দৃশ্যমানতা দিতে শাকিলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তরুণ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশন, নেটওয়ার্ক বিস্তারের মতো নানা উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা, সংস্কৃতি, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক সংবাদ পরিবেশন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এই ধারা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শেষে সভাপতি তানভীর আহমদ জাকির নবনিযুক্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিলের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং সাংবাদিকতার মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



