ছাতক উপজেলার মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে “স্বাবলম্বী প্রকল্প”-এর আওতায় চরমহল্লা ইউনিয়নের ২৪টি পরিবারের মাঝে ২৪টি ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাংবাদিক তাজিদুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার হুশিয়ার আলী এবং সভা পরিচালনা করেন ইকবাল হোসেন তামিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান, চরমহল্লা শাখার উপদেষ্টা হাজী ইব্রাহিম আলী ও মোঃ সাজিদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সদস্য ফয়সল আহমদ জাকারিয়া ও মিজানুর রহমান আল আমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলী আহমেদ, হামিদ হাসানসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। স্বাবলম্বী প্রকল্পের আওতায় ছাগল বিতরণ অসহায় পরিবারগুলোর জন্য শুধু সহায়তা নয়, বরং এটি তাদের আত্মনির্ভরশীল হওয়ার একটি বাস্তব পথ তৈরি করে দেবে।
বক্তারা আরও বলেন, সংগঠনের প্রবাসী সদস্য ও দেশে অবস্থানরত সদস্যদের আর্থিক অনুদানের মাধ্যমে এই মহতী আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ জন্য উপস্থিত বক্তারা মানবকল্যাণ ফাউন্ডেশনের সকল প্রবাসী ও দেশীয় সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী সকল সংগ্রহকারী, অতিথি ও সংগঠনের দায়িত্বশীলদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।



