Shopping cart

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জ
  • সবাইকে নিয়ে মডেল ছাতক-দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সালাম মাদানী

সবাইকে নিয়ে মডেল ছাতক-দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সালাম মাদানী

জানুয়ারি ৪, ২০২৬

সবাইকে নিয়ে মডেল ছাতক-দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সালাম মাদানী।

সবাইকে নিয়ে মডেল ছাতক-দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সালাম মাদানী।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী বলেছেন,জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত ছাতক-দোয়ারা গড়তে বদ্ধপরিকর।

চলো একসাথে গড়ি’ বাংলাদেশ’ স্লোগানে – বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ছাতক-দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধা ৭ টায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন এবং বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

এ সময় তিনি ছাতক-দোয়ারার সামগ্রিক উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনে দলীয় অবস্থান তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে চাঁদাবাজ, লুটতরাজ ও দুর্নীতিমুক্ত একটি দেশ গঠন করা হবে। দেশে কোন চাঁদাবাজি ও দখলবাজি হবেনা, লুটতরাজরা মানুষের অধিকার ও সম্পত্ত লুট করে নিতে সুযোগ পাবেনা।

সালাম মাদানী বলেন, আমরা ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলাকে একটি আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, দুই উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের ব্যবস্থা, যোগাযোগ উন্নয়নসহ আর্থসামাজিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এসব উন্নয়ন সম্পন্ন করা হবে।

সালাম মাদানী আরো বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকায় এই আসনের মানুষ সঠিক নেতৃত্ব বঞ্চিত ছিলো। আর সেই সুযোগে একটি গোষ্ঠী সবকিছু লুটেপুটে খেয়েছে। যার কারনে মানুষের কাংখিত উন্নয়ন হয়নি।

এই আসনে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে যা একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিলো,ফলো মানুষ কর্মসংস্থান হতে বঞ্চিত ছিলো। এসব সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

জামায়াতে ইসলামীর (সুনামগঞ্জ -৫) আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো.শাহ আলম ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন এবং সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিকদের প্রশ্নের উত্তরদেন ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

এসময় ইসলামীক আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন,এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আওয়াল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা: হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *