সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): প্রস্তাবকারী এবং সমর্থনকারীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী তার মনোনয়নপত্র ফর্মে প্রস্তাবকারী হিসেবে যাদের নাম ও স্বাক্ষর ব্যবহার করেন। যাচাই-বাছাই শুরুর আগে ওইসব ব্যক্তি সশরীরে উপস্থিত হয়ে তার স্বাক্ষর জাল করা হয়েছে মর্মে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “একজন প্রার্থীর প্রস্তাবকারী স্বশরীরে উপস্থিত হয়ে তার স্বাক্ষর জাল করার বিষয়ে লিখিত অভিযোগ করেন। জালিয়াতির প্রমাণ পাওয়ায় আমরা আইন অনুযায়ী ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছি।



