Shopping cart

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ডিসেম্বর ১৬, ২০২৫

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।

ইমরানুল হাসান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেছেন।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লিবিদ্যুৎ, আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৯ টায় উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধনের পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফাতেমাতুজ জহুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউলাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব,মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।

এরপর দুপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলার নবনির্মিত ঝিলমিল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *