নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় এলাকার অসহায় সেই পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছেন খোন্দকারপাড়া গ্রামের দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম।
নগদ অর্থ সহায়তা তুলে দেন.. দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের শ্রদ্ধেয় পিতা নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন.. কুতুবজোম ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড় সভাপতি হাজী ছৈয়দুর রহমান ও সাধারণ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুর রহিম স্মৃতি সংসদের সভাপতি আব্দুল ওহাব, পৌরসভার ৫নং ওয়ার্ড় বিএনপির সদস্য মোসলেক উদ্দীন’সহ অন্যান্যরা।
কুতুবজোমের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মৃত মোঃ শফি ও নুরুল আজিমের পরিবারের খোঁজখবর নেন এবং দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের পাঠানো নগদ ২০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন।
এসময় প্রবাসী জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন, দুঃসময়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আরও জানান, ভবিষ্যতেও যেকোনো সংকটে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছি। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমার এই সামান্য সহায়তায় কিছুই না। অসহায় পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, আগুনে সবকিছু হারিয়ে তারা বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই সহায়তা তাদের নতুনভাবে দাঁড়াতে সাহস যোগাবে।
এর আগে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অগ্নিকাণ্ডে ২টি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় খোন্দকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশে পাশের ঘরে গুলোতে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।



