Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • দোয়ারাবাজারের ইউকে প্রবাসী আমিরুল হক’র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার

দোয়ারাবাজারের ইউকে প্রবাসী আমিরুল হক’র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার

নভেম্বর ২২, ২০২৫

দোয়ারাবাজারের ইউকে প্রবাসী আমিরুল হক'র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার।

দোয়ারাবাজারের ইউকে প্রবাসী আমিরুল হক'র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে ইউকে প্রবাসী সমাজসেবক আমিরুল হক আমিন’র অর্থায়নে এক হতদরিদ্র পরিবারকে টিনসেট বসতঘর নির্মান করে দেওয়া হয়েছে।

সমাজকর্মী আবিদ রনি’র তত্ত্বাবধানে ঘিলাছড়া গ্রামের আফতাব আলী ও তার পরিবারকে এই বসতঘর নির্মান করেদেন, ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার মৃত: জহির আলী’র ছেলে ইউকে প্রবাসী আমিরুল হক আমিন।

শনিবার (২২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে এই বসতঘর হস্তান্তর ও উদ্বোধন করা হয়।

ফিতা কেটে ঘরের উদ্বোধন করেন দিনমজুর সুবিধাভোগী আফতাব আলী।

এসময় স্থানীয় বাসিন্দা সমাজসেবক লইলুস খাঁ, রফিকুর রহমান, হাফিজুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান, ইব্রাহিম আলী, খুরশিদ আলম বতুল্লাহ, বাবুল মিয়া, সিহাব উদ্দি খসরু,রুহুল আমিন প্রমুখ।

এদিকে, অসহায় এই পরিবারটিকে বসতঘর নির্মান করে দেওয়ায় এলাকায় প্রশংসায় ভাসছেন ইউকে প্রবাসী আমিরুল হক আমিন।

সুবিধাভোগী আফতাব আলী আমিরুল হক আমিন’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আগে তার বসতঘর ছিলো জরাজীর্ণ। বৃষ্টির দিনে বৃষ্টি আর বাতাসের প্রভাবে বসবাস করার উপযোগী ছিলো না। শীত মৌসুমে ও কুয়াশায় ভিজে যায়। খুবই কষ্ট দিন পার করছিলেন তারা। আজ আমিরুল হক আমিন’র অর্থায়নে বসতঘর পেয়ে তার যেমন দীর্ঘদিনের কষ্টের প্রহর শেষ হয়েছে। তেমনি বাস্তবায়ন হয়েছে বসতঘরের স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *