নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পরিবেশ ও জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা বাস্তবায়নের দাবীতে “মানববন্ধন” অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন সাইরার ডেইল বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা, মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিবেশ ও জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা বাস্তবায়নের দাবীতে “মানববন্ধন” অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বাপা মহেশখালী শাখার নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য হামেদ হোছাইন সভাপতিত্বে ও বাপা মহেশখালী শাখার সাংগঠনিক সম্পাদক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ মহসিন সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, বক্তব্য রাখেন মাতারবাড়ী ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী, মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ, মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম , মাতারবাড়ী ইউপি’র ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা আফছার, আব্দুল জব্বার প্রমূখ।
বক্তারা বলেন, মাতারবাড়ী এলাকায় চলমান শিল্পায়ন ও প্রকল্প কর্মকাণ্ডের কারণে স্থানীয় পরিবেশ, জলজ সম্পদ ও জেলেদের জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উপকূল ব্যবস্থাপনার দাবি জানান।



