Shopping cart

মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

নভেম্বর ১৮, ২০২৫

মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত।

মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত।

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজার জেলা মহেশখালী উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই নভেম্বর (সোমবার) বড় মহেশখালী নতুন বাজার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই হাজারো মানুষ বিভিন্ন স্থান থেকে সমবেত হতে থাকে। তৌহিদী জনতার উপস্থিতিতে সমাবেশস্থল এক অনন্য আবহ তৈরি করে। বিশাল সংখ্যক মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ এবং সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে সমাবেশটি এক ঐতিহাসিক মুহূর্তে রূপ নেয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক।

গণসমাবেশে প্রধান আলোচক ছিলেন মাও. ওবাইদুল কাদের নদভী কাশেমি জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া সংসদ সদস্য সহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ধর্মীয় নেতা, খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মহেশখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, “বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও আইনে ইসলামি আদর্শকে যথাযথভাবে প্রতিফলিত করতে হবে। ইসলামের বিরুদ্ধে যেকোনো অপপ্রয়াস রুখে দিতে আমরা বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, ইসলাম, দেশ ও স্বাধীনতার পক্ষে একমাত্র কার্যকর শক্তি হচ্ছে তৌহিদী জনতা এবং আলেম সমাজ।

বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষতা ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামি রাজনীতিকে শক্তিশালী করতে তরুণ সমাজকে সচেতন ও সংগঠিত হতে হবে।

মহেশখালীতে খেলাফত মজলিসের এই গণসমাবেশ ধর্মীয় চেতনা, ঐক্য ও নৈতিক জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিয়েছে। সমাবেশের আগে পবিত্র কোরআন তেলাওয়াত এবং ইসলামি সংগীত পরিবেশন করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন আল্লামা মামুনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *