Shopping cart

১৩ নভেম্বরের রায়কে ঘিরে উত্তেজনা, লকডাউন কর্মসূচি ঘিরে মুখোমুখি আওয়ামী লীগ ও পুলিশ

নভেম্বর ১২, ২০২৫

১৩ নভেম্বরের রায়কে ঘিরে উত্তেজনা, লকডাউন কর্মসূচি ঘিরে মুখোমুখি আওয়ামী লীগ ও পুলিশ।

১৩ নভেম্বরের রায়কে ঘিরে উত্তেজনা, লকডাউন কর্মসূচি ঘিরে মুখোমুখি আওয়ামী লীগ ও পুলিশ।

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সরকারের বাধা-বিঘ্ন উপেক্ষা করে তারা কর্মসূচি সফল করবেন এবং ঢাকাকে কার্যত বিচ্ছিন্ন করে দিবেন।

এর আগে গত কয়েকদিনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের ঘটনায় সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এসব ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তবে আওয়ামী লীগ নেতারা এসব অভিযোগ নাকচ করে পাল্টা দাবি করছেন, সরকারের মদদপুষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠী এসব ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।

আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা ‘মানবতাবিরোধী অপরাধের মামলার’ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে। গত ২৩ অক্টোবর ট্রাইব্যুনাল এ বিষয়ে জানায়। এর পর থেকেই বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে পুলিশ জানিয়েছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও দলের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ‘ভুয়া রায়’ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদেই তারা ‘লকডাউন’ কর্মসূচি পালন করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১১ দিনে ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সাম্প্রতিক দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

তিনি বলেন, “১৩ নভেম্বর নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং ঢাকাবাসী সবাই মিলে আইনশৃঙ্খলা রক্ষা করবে। নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *