সোহেল মিয়া: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী, বনগাঁও,নোয়কোট, ছনবাড়ী বাজার ও রাবারড্রাম এলাকায় দিনব্যাপী পথসভা পরবর্তী মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রথমে তিনি বনগাঁও আলিম মাদ্রাসায় শিক্ষকের সাথে মতবিনিময়, শিক্ষার্থীদের সাথে স্বাক্ষাৎ,পরে সাবেক ছাত্রনেতা ইউকে প্রবাসী আবু তালহার বাড়িতে ২নং ওয়ার্ড জামায়াতের পাঠাগার উদ্বোধন ও মধ্যাহ্নভোজ,বিকালে নোয়াকোট-ছনবাড়ি বাজার পথসভা। পরে রাবারড্রাম মসজিদে আছরের নামায আদায় ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা। সন্ধায় ইছামতী বাজারে গণসংযোগ ও দ্বিতীয় পাঠাগার উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আবু তালহা’র পিতা নুরুল হক মেম্বার, চাচা ও জামেয়া ইসলামিয়া বনগাঁও আলিম মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন,ছাতক উপজেলা জামায়াত নেতা মো: আব্দুল হাই আজাদ, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি খাজিল মিয়া, সহসভাপতি ডা.চমক আলী,জাগ্রত ছাতকবাসীর আহ্বায়ক জামায়াতে নেতা নাজমুল হোসাইন, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা আলী আমজদ, সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি জামায়াতে নেতা ইলিয়াস আলী, বনগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা সুলতান মাহমুদ, ছাতক উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসেন, সাবেক ছাত্রনেতা মাওলানা উমর ফারুক, সাবেক ছাত্রনেতা জিতু মুন্না,সোলেমান আহমদ প্রমুখ।



