দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সিলেট জেলার নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দোয়ারাবাজারের কৃতিসন্তান জনাব মাসুদ রানা।
তিনি উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা।
বুধবার সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানাকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
এর আগে, গত ৬ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় নিজ এলাকায় আনন্দের ঝড় বয়ে গেছে।
দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি ও শিক্ষাবিদরা এ সাফল্যে গর্বিত।
স্থানীয়রা বলেন, “মাসুদ রানা আমাদের এলাকার গৌরব, তাঁর এই পদোন্নতি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”