জবি করেসপন্ডেন্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০ টায় তাকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।
জানা যায়, সাংগঠনিক কাজ শেষে হাসিব হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এমতাবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।