Shopping cart

হিফফুল ফুজুল সংগঠনকে আলমিরা ও বই উপহার দিলেন হাবীব আজম

সেপ্টেম্বর ২৭, ২০২৫

হিফফুল ফুজুল সংগঠনকে আলমিরা ও বই উপহার দিলেন হাবীব আজম।

হিফফুল ফুজুল সংগঠনকে আলমিরা ও বই উপহার দিলেন হাবীব আজম।

আহমদ বিলাল খান: রাঙামাটির ঐতিহ্যবাহী ইসলামিক সামাজিক সংগঠন হিল ফুল ফুযুল যুব সংগঠনের কাঠালতলীর কার্যালয়ে ইসলামিক লাইব্রেরী (২৬ সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজের পর শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও হিল ফুল ফুযুল যুব সংগঠনের উপদেষ্টা মোঃ হাবীব আজম। এই সময় তিনি লাইব্রেরীর জন্য একটি আলমারি ও বই উপহার দেন। এতে উদ্বোধন পরবর্তীতে দোয়া ও মুনাজাত করেন কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভী।

এতে উপস্থিত ছিলেন হিল ফুল ফুযুল যুব সংগঠনের সভাপতি আল আমিন তোফা, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ইশান, মোঃ ওমর মোরশেদ, সাজ্জাদুল ইসলাম টিটু, আব্দুল মানান, প্রিয় তালুকদার, কায়সার মাহমুদ, মোঃ তপু রাইহান, শাকিল, আতিকুর রহমান আসিফ, হাসিবুর রহমান, নাফিস ইকবাল মাহি, সাব্বির, খায়রুল বশর, শাহাদাত, নাহিদ ও হামীম সাইদুল ইসলামসহ অত্র সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

এসময়ে হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি আল-আমিন তোফা বলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম তিনি রাঙামাটিবাসীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। পর্যটন শিল্পের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও নিজের মুখ উজ্জ্বল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *