Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ২০, ২০২৫

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন।

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন।

আহমদ বিলাল খান: বড়ুয়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমানের উন্নয়নের লক্ষ্য নিয়ে রাঙ্গামাটিতে কার্যালয় স্থাপন করেছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি আসামবস্তির রুপন টাওয়ারের ২য় তলায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথোরো।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের উপপরিচালক স্থানীয় সরকার ও রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া, কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি সমর বড়ুয়া, রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি রুপন বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বাধীন বড়ুয়া নিশু, রাঙামাটি পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, রাঙামাটি সদর উপজেলা কমিটির সদস্য বাসনা বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সাধন চন্দ্র বড়ুয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেবাশীষ বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির সভাপতি জিনপদ বড়ুয়া, কাপ্তাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সভাপতি উদয়ন বড়ুয়া, কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল বড়ুয়া, রাঙামাটি জেলা কমিটির অর্থ সম্পাদক প্রকাশ বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জীবণ বড়ুয়া, রাঙামাটি জেলা কমিটির সভপতি বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী ও কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া প্রমূখ।

এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা, সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির সমুহের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক (প্রতি কমিটির ৩জন) করে নেতৃবৃন্দ শুভ উদ্বোধন অনুষ্ঠান ও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির কার্যালয় শুভ উদ্বোধনের শুরুতে জাতীয় সংগীত ও বুদ্ধ ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রাঙামাটি জেলা কমিটির সভাপতি বুল বুল চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *