Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • লাকসামে ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে আলোকিত বাংলাদেশ ব্লাড ব্যাংকের মানববন্ধন!

লাকসামে ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে আলোকিত বাংলাদেশ ব্লাড ব্যাংকের মানববন্ধন!

সেপ্টেম্বর ১২, ২০২৫

লাকসামে ইউএনও'র বদলি প্রত্যাহারের দাবিতে আলোকিত বাংলাদেশ ব্লাড ব্যাংকের মানববন্ধন!

লাকসামে ইউএনও'র বদলি প্রত্যাহারের দাবিতে আলোকিত বাংলাদেশ ব্লাড ব্যাংকের মানববন্ধন!

লাকসাম (কুমিল্লা)প্রতিনিধি: লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাউছার হামিদের আকস্মিক ও ষড়যন্ত্রমূলক বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলোকিত বাংলাদেশ ব্লাড ব্যাংক, লাকসাম শাখা।

আজ বৃহস্পতিবার সকালে লাকসাম পৌর শহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ জনগণসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট জনাব পেয়ার আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম উপজেলা নির্বাহী সদস্য মো. সাকিল। এসময় উপস্থিত ছিলেন লাকসামের বিশিষ্ট চিকিৎসক ডা. জামাল হোসেন, সমাজসেবক আনোয়ার হোসেন সোহেল, মো. জিয়াউর রহমান, মাওলানা শাহ পরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ।

মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—“জনাব কাউছার হামিদ মহোদয় হচ্ছেন লাকসামের জনতার ইউএনও। কিছু অসাধু ভূমিদস্যু ও স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে তাঁর বদলির আবেদন করেছে। কিন্তু এ আকস্মিক বদলি লাকসামের মানুষ মেনে নেয়নি, মানে না, মানবেও না।”

বক্তারা বলেন, ইউএনও কাউছার হামিদ লাকসামের উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করে গেছেন। তাই ষড়যন্ত্রমূলক এ বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *