স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী সাদেক কায়েম অভিযোগ করেছেন, নির্বাচনকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও ভয়াবহ হবে।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় শিবির–সমর্থিত প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
সাদেক কায়েম অভিযোগ করেন, ইউল্যাব কেন্দ্রে প্রায় আড়াই ঘণ্টা তাদের পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া একুশে হল ও টিএসসি কেন্দ্রেও ভোট অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
তিনি বলেন, “ডাকসুর সুষ্ঠু নির্বাচন শহীদদের স্বপ্ন। এজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” এসময় ছাত্রদলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ তোলেন, তাদের নেতাকর্মীরা ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সাদেক কায়েম বলেন, তিনি শুধু অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে কেন্দ্রে প্রবেশ করেছিলেন। একই সময়ে অন্যান্য দলের প্রার্থীরাও ভেতরে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে একই প্যানেলের জিএস প্রার্থী ফরহাদ বলেন, “ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য, এখানে জাতীয় রাজনৈতিক দলের মহড়া দুঃখজনক। যেকোনো অভিযোগ প্রমাণিত হলে আমরা শাস্তি নিতে প্রস্তুত।”
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের ভেতরে ও বাইরে নির্দিষ্ট দলের প্রভাবশালী উপস্থিতি ছিল। তবুও ছাত্রদলের প্রার্থীরা জোর করে ঢোকার চেষ্টা করেছে। শিক্ষার্থীরা এ ধরনের আচরণ ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন ফরহাদ।