রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা ১১টি সাংগঠনিক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনিয়ন কাউন্সিল-২০২৫’ সম্পন্ন হয়েছে।
আজ ২৬ জুলাই ২০২৫ তারিখ সকাল থেকে দিনব্যাপী একটানা কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিটি ইউনিয়নে কাউন্সিল অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হওয়া এই কাউন্সিলগুলোতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
এসময়,প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- জাকারিয়া তাহের সুমন, আহবায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, অন্যান্য উপস্থিতির মধ্য ,বিপি আশিকুর রহমান মাহমুদ, সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক,প্রধান বক্তা- এড. আলী আক্কাস,এড. সাবেরা লাউদ্দিন হেনা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ইলিয়াস পাটোয়ারী,আহবায়ক মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,বিএনপি একটি জনগণের দল। তৃণমূলকে শক্তিশালী করেই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে তুলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা হবে।”