Shopping cart

দর্শন বিভাগে ফিলো কার্নিভাল ১.০-এর সমাপনী অনুষ্ঠিত

জুলাই ১১, ২০২৫

দর্শন বিভাগে ফিলো কার্নিভাল ১.০-এর সমাপনী অনুষ্ঠিত

দর্শন বিভাগে ফিলো কার্নিভাল ১.০-এর সমাপনী অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের ফিলোসফি কালচারাল ক্লাবের আয়োজনে চারদিনব্যাপী ফিলো কার্নিভাল ১.০ এর সমাপনী আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।

উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে নৈতিকতা ও যুক্তিবাদকে দর্শনের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “জীবনে নৈতিকতা যেমন অপরিহার্য, তেমনি যুক্তির মাধ্যমেই জ্ঞানের জগতে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। পড়াশোনার পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আয়োজন শিক্ষার্থীদেরকে আরও অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। একমাত্র তবেই এই প্রতিষ্ঠানের অগ্রগতিতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “পরস্পরের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।”

চারদিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শীর্ষস্থানকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ফিলোসফি কালচারাল ক্লাবের মডারেটর অধ্যাপক মোঃ জসিম খান।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দেশের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এরপর জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *