মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহে শৃঙ্খলা রক্ষায় রোভারবৃন্দ সবসময় কার্যকর ভূমিকা রাখে। রোভার স্কাউটের মতো সহশিক্ষা কার্যক্রমগুলোকে একাডেমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীরা সেমিস্টারে ক্রেডিট লাভের সুযোগ পেতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যদিও বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে।”
তিনি নতুন রোভারদের উদ্দেশ্যে বলেন, “এই তিনদিনের ক্যাম্প থেকে প্রাপ্ত দীক্ষা ও প্রশিক্ষণ ভবিষ্যৎ জীবনে তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।” এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেন।
গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৪ জুলাই মহাতাঁবু জলসা এবং ৫ জুলাই দীক্ষা ও ব্যাজ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এই তিনদিনব্যাপী ক্যাম্পের সমাপ্তি ঘটবে। এবারের ক্যাম্পে জবি রোভার স্কাউট গ্রুপ থেকে ১৩৩ জন নতুন সহচর দীক্ষা গ্রহণ করবেন।
এছাড়াও একাডেমিক ফলাফলের ভিত্তিতে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কৃতি রোভারবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।
জবি রোভার স্কাউট গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার কমিশনার জনাব মু. ওমর আলী, এলটি এবং জবি রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক ড. আবু লায়েক। অনুষ্ঠানে রোভার ইন কাউন্সিলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জবি রোভার ইন-কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রিফাত রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদি হাসান।