Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশিসহ দুই মানব পাচারকারী আটক

দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশিসহ দুই মানব পাচারকারী আটক

জুলাই ২, ২০২৫

দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশিসহ দুই মানব পাচারকারী আটক

দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশিসহ দুই মানব পাচারকারী আটক

আবু তাহের দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত হয়ে ভারতে পাচারকালে বাংলাদেশি ৪ নাগরিক ও দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটক দুই মানব পাচারকারী হলেন- উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র ইমন হোসেন (২২), মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)।

পাচার হওয়া চারজন হলেন- মৃত মজিদ মোড়লের পুত্র নুর ইসলাম মোড়ল (২০), কুটি মিয়ার পুত্র লিটন মিয়া (৫০), মৃত জাফর মোল্লার পুত্র নজরুল ইসলাম (৪০) এবং মৃত সাইদুর রহমানের পুত্র শাহিন মিয়া (৩০)। এরা সবাই ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হাজরাকান্দি গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতিপূর্বে ভারতে অনুপ্রবেশ করছিলেন। কিন্তু সবাই একত্রে অনুপ্রবেশ করতে বুধবার দুপুরে শাহিনসহ ওই চারজন সীমান্তে জড়ো হন। তবে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি টহলদলের হাতে তাঁরা আটক হন। এ সময় পাচারকারী চক্রের আরও এক সদস্য ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে ৩-৪ মাস কাজ করে স্বদেশে ফিরতেন তাঁরা। অর্থের বিনিময়ে তাদের ভারতে পাচার করতো ওই চক্র।

আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *