Shopping cart

দোয়ারাবাজারে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত 

মার্চ ২, ২০২৫

বিশেষ সংবাদদাতা.(সুনামগঞ্জ): তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করেছে নির্বাচন কমিশন।

রবিবার (২মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনুর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ,অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান,দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট প্রয়োগ একজন নাগরিকের অধিকার সেটাও জানতোনা বাংলাদেশের এই প্রজন্মের মানুষ। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পতনের মাধ্যমে এই প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন। এরই ধারাবাহিকতায় তুমার আমার বাংলাদেশে,ভোট দিবো মিলেমিশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নিরপেক্ষ ভোট প্রয়োগ ব্যবস্থার কাজ করছে সরকার।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ,দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক,উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, ,প্রানী সম্পদ কর্মকর্তা হারুন আহমদ,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য দেলোয়ার হোসাইন, সাংবাদিক বজলুর রহমান,আলাউদ্দিন, মামুন মুন্সি, সুমন আহমদ,আবু বক্কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *