মোঃ তাজিদুল ইসলাম: ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই কোনাবাড়ীর ছাতারপই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আয়তেরা বিবি,আবিতুন নেছা,মখলিছ উল্লা ও ছামিদা বেগম তাদের অর্থায়নে দীর্ঘ দিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন।
ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ে ব্যাক্ত করেছেন।
এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রামাদান উপলক্ষে শতাধিক পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ই মার্চ) খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার পূর্ব আলোচনা সভায় সাদারাই গ্রামের মোঃ নুরুজ আলী ও ময়না মিয়া’র যৌথ সভাপতিত্বে বক্তব্য রাখেন সাদারাই জামে মসজিদের ইমাম ও খতিব নুর আহমদ,ছাতারপই গ্রামের আলা উদ্দিন, সাদারাই কোনাবাড়ী’র ঈমান আলী, সাবাজ আলী ও মিছবাহ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন প্রবাসীদের মহৎ উদ্যোগ প্রশংসনীয়। প্রতি বছর মহতি এসব কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
এসময় সাহেব আলী,করম আলী,জুবায়ের খান,আতাউর রহমান,খলিল মিয়া,মমিন খান,ইয়াহিয়া খান মাহবুব,আলী আহমদ,সাহাদত আলী,এমদাদুর রহমান,ফয়ছল,হুসাইন আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব যুক্তরাজ্য প্রবাসী আয়তেরা বিবি,আবিতুন নেছা,মখলিছ উল্লা ও ছামিদা বেগম সহ পরিবার স্বজনদের দীর্ঘায়ু কামনা এবং সকল মুর্দেগানদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।