মান্নার মিয়া:(সুনামগঞ্জ): “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর এবং উদয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন, দিলীপ কুমার দাশসহ উপজেলার বিভিন্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ।



