Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

৮ বলেই ৫ উইকেট! ফিনল্যান্ডের মহেশ তাম্বের বিশ্বরেকর্ড

জুলাই ২৯, ২০২৫

৮ বলেই ৫ উইকেট! ফিনল্যান্ডের মহেশ তাম্বের বিশ্বরেকর্ড।

৮ বলেই ৫ উইকেট! ফিনল্যান্ডের মহেশ তাম্বের বিশ্বরেকর্ড।

স্টাফ রিপোর্টার: ফিনল্যান্ডের অভিজ্ঞ পেসার মহেশ তাম্বে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন। মাত্র ৮ বলেই তুলে নিয়েছেন ৫ উইকেট, যা এই ফরম্যাটে দ্রুততম ফাইফার।

 

এস্তোনিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল প্রতিপক্ষ। এক উইকেটে ৭২ রান থেকে হঠাৎই ধসে পড়ে তাদের ইনিংস। ৪০ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার মহেশ স্পেলের প্রথম ৮ বলেই ফেরত পাঠান ৫ জন ব্যাটারকে।

 

এর আগে দ্রুততম ফাইফারের রেকর্ড ছিল বাহরাইনের জুনাইদ আজিজের দখলে। তিনি ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে এই কীর্তি গড়েছিলেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে রেকর্ডটি আছে আফগানিস্তানের রশিদ খানের—২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

 

এদিন মহেশ দ্বিতীয় ওভারে হ্যাটট্রিকও করেন। ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে উইকেট পাওয়ার পর ১৯তম ওভারের প্রথম দুই বলে আরও দুটি উইকেট তুলে নেন।

 

শেষ পর্যন্ত তার অসাধারণ বোলিং ফিগার দাঁড়ায়—২ ওভারে ১৯ রানে ৫ উইকেট। ম্যাচসেরা হন তিনি এবং ফিনল্যান্ড ৫ উইকেটে জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *