Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফিচার
  • সাহিত্যচর্চা ও ছোটকাগজ সম্পাদনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ, চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৪ কবি-লেখক।

সাহিত্যচর্চা ও ছোটকাগজ সম্পাদনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ, চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৪ কবি-লেখক।

অক্টোবর ২২, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

সাহিত্য চর্চা ও ছোট কাগজ সম্পাদনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪ জন পাচ্ছেন “চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪”। ২১ অক্টোবর গুলশানে অনুষ্ঠিত ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুরস্কার প্রদানের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন জুরি বোর্ড সভায়। যারা চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪-এর জন্য চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন— কথা সাহিত্যে ‘আকিমুন রহমান’, গবেষণা বা প্রবন্ধে ‘রকিবুল হাসান’, কবিতায় ‘আকতার হোসাইন’ ও ছোট কাগজ সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক ‘নাহিদা আশরাফী’।

এই প্রসঙ্গে “চিন্তা সূত্র সাহিত্য পুরস্কার-২০২৪” কমিটির আহ্বায়ক ‘কবীর আলমগীর’ বলেন, ‘দীর্ঘ ৬ মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে চার শাখায় এই চার জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গো’পনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি। উল্লেখ্য, শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরো বেগবান করার লক্ষ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করা হয় চিন্তা সূত্র ওয়েব ম্যাগ। এই ওয়েব ম্যাগে বিশুদ্ধ সাহিত্য চর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন প্রবীণের মেলব ন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ (২০২১) সালে প্রবর্তন করা হয় ‘চিন্তা সূত্র সাহিত্য পুরস্কার’। পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট, উত্তরীয় ও সনদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *