ভোলার চর ফ্যাশন উপজেলায় কনের বাড়িতে বিয়ের গেটে টাকা কম দেওয়ায় বর ও কনে পক্ষের মধ্যে ব্যাপক ভাবে সংঘর্ষ হয়েছে। এতে বর ‘মনির হোসেন’ সহ উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন।
রোববার (১৩ অক্টোবর ২০২৪) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে চল্লিশ জন বর যাত্রী নিয়ে কনের বাড়িতে যান বর মনির ‘হোসেন’ পরিবারের সদস্য সহ সহ আরো অনেকে। বিয়ে বাড়ির গেটে টাকা কম দেওয়া নিয়ে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। আহতদের মধ্যে চৌদ্দ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ১৫ দিন আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার ‘নুরে আলম’ এর মেয়ে ‘লিমা বেগম’ এর সঙ্গে জাহানপুর ইউনিয়নের ‘নাসির উদ্দিন’ এর ছেলে ‘মনির হোসেন’ এর পারিবারিক ভাবে বিয়ে হয়।
হাসপাতালে চিকিৎসাধীন বর ‘মনির হোসেন’ বলেন, কনেপক্ষ পাঁচ হাজার টাকা দাবি করে। তারা তিন হাজার টাকা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কনে পক্ষ হামলা চালায়। বাধা দিলে পিটিয়ে তার হাত ভেঙে দেয়। তাদের পরিবারের বিশ জন আহত হয়েছে। কনের বাবা ‘নুরে আলম’ বলেন, বিয়ে বাড়ির গেটে বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে উঠেন বর পক্ষের লোকজন। মুহূর্তেই দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তার পরিবারের দশ সদস্য আহত হন।