সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার (১ জানুয়ারি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তের কলাউড়া এলাকা (১২৩৬ পিলার) দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া জেলার চেলা এলাকার বার্মন টিলা গ্রামের মৃত গোমারু’র পুত্র লোকাস (৫৫) কে আটক করে বিজিবি।
একইদিনে. সিলেটের দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার (সীমান্ত পিলার ১২৬০/৪-এস) বাংলাদেশের অভ্যন্তরে দমদমা নামক স্থানে ভারতের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের পুত্র ব্রোমিং স্টার (৩২)কে আটক করেছে বিজিবি।
বুধবার সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিজিবির অভিযানে আটককৃত ২ জন ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।