Shopping cart

ঐতিহ্যবাহী চলন বিলে ‘বাউত উৎসবে’ ১৫ শ শিকারী মেতেছেন মাছ শিকারে।

নভেম্বর ৩, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

নাটোরের সিংড়া উপজেলার চলন বিলে ঐতিহ্যবাহী ‘বাউত উৎসবে’ মেতেছেন স্থানীয় সৌখিন ও মৌসুমি মাছ শিকারিরা। এই মাছ ধরার উৎসবকে অনেকে ‘পলো উৎসব’ নামেও অবহিত করেন। কুয়াশা ঢাকা ভোরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এমনই দিনে হেমন্তের কাকডাকা ভোরে পলো আর মাছ শিকারের বিভিন্ন প্রকারের জালসহ মাছ ধরার নানা উপকরণ নিয়ে দূরদূরান্ত থেকে চলন বিলের বিভিন্ন স্থানে হাজির হয় জেলে সহ কিশোর যুবক সহ বৃদ্ধারা।

শনিবার (২ নভেম্বর) ভোরে চলনবিলের শিরকুল এলাকায় ছুটে আসেন দূরদূরান্তের শৌখিন মৎস্য শিকারিরা। লোকজ রীতিতে হৈহুলোরে বিলের জলে মনের আনন্দে দিনভর মাছ শিকার করেন সৌখিন মৎস্য শিকারীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, চলনবিলে এ উৎসবে ১১টি বাস গাড়ি, ৭টি ট্রাক ও ৪টি পিকআপ গাড়ি নিয়ে হাযির হন প্রায় ১৫শ’ মৎস্য শিকারি। সকাল থেকে সন্ধা পর্যন্ত একসঙ্গে মনের আনন্দে মৎস্য শিকার করছেন এ সময় তাদের হাতে ছিল পলো, চাক পলো, নেট পলো, ঠেলা জাল, বাদাই জাল, লাঠি জালসহ মাছ ধরার নানা সরঞ্জামাদি। বিলপাড়ে সমবেত হওয়ার পর একসঙ্গে বিলে নেমে মাছ ধরার আনন্দ উৎসবে মেতে ওঠেন শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ।

এসময় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সহ শোল, বোয়াল, গজার, রুই, কাতলা, চিতল, পুঁটি, খৈলসা, শিং, টেংরা, ও মলা, ডেলা, পাবদা মাছ ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *