সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সাংবাদিকদের তিনি এ কথা নিশ্চিত করেন ।
মিজানুর রহমান চৌধুরী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি৷ আমি ভোটারদের ডাকে সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করতে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে গতকাল তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারকের অনুরোধ উপেক্ষা করা আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন।



