রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ ”অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামে দিবস উদযাপিত হয়।
৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিএনআরএস-সিডা-বিফোআরএল প্রকল্পের উদ্যোগে সুইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার রমজানগগর ইউনিয়নের মানিকখালী গ্রামে, উক্ত দিবস উদযাপনটি শুরু হয় র্যালীর মাধ্যমে, র্যালিটি মানিকখালী গ্রাম থেকে শুরু করে মানিকখালী বাজার প্রদক্ষিণ করে মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ, আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় নারী মলিনা রানী, ইউপি সদস্য আসমা আক্তার, আ: সালাম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান, সাইট অফিসার- তৌহিদ হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর মায়া রানী ও রোজিনা পারভীন।
সকলেই দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন নারী-পুরুষের মজুরী বৈষম্য নিরসনে ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন বিষয়ে ইউএনও এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্যামনগর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান অংশগ্রহনকারীরা। দিনব্যাপী গ্রামীন নারীদের বিভিন্ন খেলাধুলার হাড়িভাঙ্গা, সুই সুতা এবং ঘরের কাজের অদল বদল খেলা ধুলার মধ্য দিয়ে দিবস উদযাপনটি সফলভাবে শেষ হয়। সম্পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-, সিএনআরএস এর ডকুমেন্টেশন এন্ড রিপোর্টিং অফিসার মেহজাবীন মৌ।