মোঃ সিদ্দিকুর রহমান মান্না (বামনা) বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩ তম মুত্যু বাষির্কী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বামনা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এর এডহক কমিটির সভাপতি, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরিফ, বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ড) মতিন আল হোসাইন সেলিম সর্দার, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ এর এডহক কমিটির সদস্য এ্যাডঃ জহিরুল ইসলাম খান, উপজেলা জাতীয়তাবাদ দল বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মো. মশিউর রহমান হাসিব জমাদ্দার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান দুলাল হাওলাদার, ডৌয়াতলা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র আহ্বায়ক ও ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সালে হাওলাদার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. নাসির জমাদ্দার, উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান সুমন হাওলাদার প্রমূখ।
এসময় বিএনপি’র ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ব্যবসায়ী গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সু—স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো. সজিব হোসেন মুন্না।