ইমরানুল হাসান শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা’র পশ্চিম পাগলা ইউনিয়নে বাংলাদেশ ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ ই নভেম্বর) সন্ধ্যা ৮ ঘটিকার সময় শত্রুমর্দন হাজীপাড়ার একটি বাড়িতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নূরুল হকের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ হাসান জকির সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পশ্চিম পাগলা ইউনিয়ন শাখর সেক্রেটারি মোঃ ইমরানুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ -৩ আসনে এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন।গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মখদ্দুস আলী,সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমদ জাবের,বায়তুলমাল সম্পাদক ওলীউর রহমান, প্রবাসী কল্যান সম্পাদক আলিফ সিদ্দিকী জেমস,যুব,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শহিদ আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মী-সমর্থকরা।



