মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহাব বাড়ি গেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাও গ্রামের আবু সিদ্দিক এর পুত্র রাকিবুল ইসলাম ও জনপট্রি গ্রামের মাহির উদ্দিন এর পুত্র পলাশ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অভিযানকালে মাধবপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।