Shopping cart

মিঠাপুকুরে ওজনে কম দেওয়ায় তিন তেলের পাম্পকে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি ২৬, ২০২৫

রিয়াজুল হক সাগর, রংপুর: ডিজেল, পেট্রোল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে রংপুরের মিঠাপুকুরে তিনটি তেলের পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

বুধবার তিনি উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালান। বিকাশ চন্দ্র বর্মণ জানান, মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা পাম্প ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে ২০ হাজার টাকা মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনে ৫০ হাজার ও শুকরারহাট এলাকার মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেন।প্রত্যেকটি পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে এই জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় অভিযানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *