বিভাগীয় শহরের বরিশাল নগরীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমুর ডুপ্লেক্স ও জেলা সভাপতি ‘হাসনাত আবদুল্লাহর’ নিজস্ব বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
গতপরশু বুধবার রাত সাড়ে বারোটায় শত শত ছাত্র-জনতার উপস্থিতিতে প্রথমে নগরের কালীবাড়ি সড়কে হাসানাতের বাসভবন ভাঙচুর শুরু করে। তাত্ক্ষণিক সেনাবাহিনী এসে প্রথমে বাধা দিলেও ছাত্র জনতার বাধার মুখে তারা ফিরে যায়।
উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরে আত্মীয়। তিনি কালীবাড়ি সরকার বাসা থেকে তিনি বরিশাল জেলাসহ দক্ষিণাঞ্চলের বড় একাংশের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। হাসনাতের বড় ছেলে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ দখল করে আছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসনাত ও সাদিক আত্মগোপনে যান। সূত্রমতে তারা, ভারতে আছেন। উলেখ্য গত ৫ আগস্ট বিকেলে এই বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল।