বর্রবর ঈস্রাইলের স্থল অভিযান হামলা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত হিজবুল্লাহ।
লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ’র ডেপুটি চিফ নাঈম কাসেম বলেছেন,’ তারা ইস্রাইলের বিরুদ্ধে লড়াইয়ে অবশ্য ই জিতবেন/ এছাড়া লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর স্থল অভিযানের জন্য হিজবুল্লাহ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
হিজবুল্লাহর ডেপুটি চিফ নাইম কাসেম।।
বর্বর ইসরাইলী আগ্রাসী বোমা হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর সোমবার (৩০ সেপ্টেম্বর) এই প্রথম ভিডিও বার্তা দেন ডেপুটি চিফ নাইম কাসেম । আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি চিপ নাইম কাসেম আরো বলেন,
ইসরাইল যদি লেবাননে স্থল অভিযান চালাতে চায়, তাহলে আমাদের প্রতিরোধ যোদ্ধারা সদা প্রস্তুত রয়েছে।।
কাসেম আরও বলেন,
লেবাননের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক হামলা এবং ইসরাইলের বিশৃঙ্খলা সৃষ্টি সত্ত্বেও হিজবুল্লাহ তার মূল লক্ষ্য নিয়ে দ্রুত এগিয়ে যাবে।।
চিপ হুইপ আরো বলেন, ‘আমরা দ্রুত প্রক্রিয়া অনুসারে হিজবুল্লাহর মহাসচিব নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
ডেপুটি চিফ কাসেম আরও বলেন,
আমরা জিতার জন্য লড়াই করবো যেভাবে আমরা ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে সংঘর্ষে জিতেছি।।
(২৮ সেপ্টেম্বর শনিবার) ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র বাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইলের আগ্রাসী বাহিনী। মুলত ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন।।