Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজার সীমান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

দোয়ারাবাজার সীমান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

ডিসেম্বর ২৬, ২০২৫

দোয়ারাবাজার সীমান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা।

দোয়ারাবাজার সীমান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা হকনগর বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস মিয়া।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার।

সভায় ডিসি ইলিয়াস মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি জানান, নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং জনগণের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সভা শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াসহ নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়।

এসময় দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) সামস উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা খলিল আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *