দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন মেম্বারের নিয়ন্ত্রণে চলে বাড়ির পাশের চেলা নদীর জুয়া’র আসর। চেলানদীর বালুচরে আওয়ামীলীগের নেতা জয়নাল আবেদীন মেম্বারের বাড়ির পিছনে একটি ঝুপড়ি ঘরে প্রতি রাত ৯ টা থেকে ভোর পর্যন্ত লাখ লাখ টাকার এই জুয়া বানিজ্য চললেও দেখার কেউ নেই।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের মৃত: সিরাজ মিয়া’র পুত্র আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন বিগত আওয়ামী সরকারের আমলের প্রভাবে এখনো এলাকায় দাপটের সাথে চলাফেরা করে। তার অতিথের ক্ষমতার প্রভাবে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলেও তাকে এখনো ভয়ে কেউ কিছু বলতে পারেনা।
সূত্র জানায়,জয়নাল আবেদীন মেম্বার বিগত দিনে আওয়ামীলীগের দলীয় ক্ষমতায় এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন। এলাকায় জুয়ার আসর,মাদক ব্যবসা ও চেলানদীতে চাঁদাবাজি চলতো তার নিয়ন্ত্রণে। গড়ে তুলেছিলো বিশাল গ্যাং বাহিনী। যার ফলে কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে কিছু বলতে পারতনা। কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেও বহাল তবিয়তে রয়েছে নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার। এখনো সে আগের নিয়মেই সবকিছু চালাচ্ছে। কিন্তু পুলিশ,প্রশাসনের কেউ যেনো দেখেও দেখছেনা। এলাকাবাসী দ্রুত এই আওয়ামী দোসর জুয়াবাজ জয়নাল আবেদীনকে আইনের আওতায় নেওয়ার দাবি জানান।
এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান,এর আগে পুলিশ ও যৌথবাহিনী অভিযান করেছিলো। কিছুদিন বন্ধ থাকার পর আবার হয়তো তারা সংঘবদ্ধ হচ্ছে। বিষয়টি জোরালো ভাবে দেখা হবে।