জবি প্রতিনিধি: গত ১২ ডিসেম্বর দুপুরে শরিফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের শিক্ষকবৃন্দ যা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তারা বলেন, দেশ এখন অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃদ্বয় হাদির উপর এ হামলা গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বলেন, যারা এ দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব ধ্বংস করতে চায়,এ দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়; এটা তাদেরই কাজ। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবী জানান। মনগড়া বক্তব্য ও বিবৃতি প্রকৃত অপরাধীদের আড়াল করতে পারে-যারা এ ধরণের অপচেষ্টা করছেন, তাদেরকে এ ধরণের প্রক্রিয়া থেকে বিরত থাকার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান। নেতৃবৃন্দ হাদির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন ।
এ সময় দেশের সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে সকলকে শান্ত থেকে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রকৃত আসামীদের আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো রইছ উদদীন ।
তিনি আরও বলেন, আসন্য আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশকে বিশৃঙ্খল করার পায়তারা চলছে। এই মুহূর্তে আমাদের একটি ভুল স্টেপ নাশকতা সৃষ্টিকারীদের জন্য আশীর্বাদ স্বরূপ। সুতরাং সকলের প্রতি আহ্বান থাকবে সার্বিক পরিস্থিতি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা করুন যেন প্রকৃত সন্ত্রাসীরা সামনে আসে।
এ ছাড়াও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি তবে প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের উৎখাত করতে পারিনি যার ফলস্বরূপ আজ হাদিরা গুলিবিদ্ধ। সুতরাং আমাদের সকলের উচিত এখনি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া।



