Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • বিজয়ের উল্লাসে Promo বার্ষিক ফলাফল বুঝে পেলো আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীরা 

বিজয়ের উল্লাসে Promo বার্ষিক ফলাফল বুঝে পেলো আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীরা 

ডিসেম্বর ১৬, ২০২৫

বিজয়ের উল্লাসে Promo বার্ষিক ফলাফল বুঝে পেলো আল মদিনা একাডেমি'র শিক্ষার্থীরা।

বিজয়ের উল্লাসে Promo বার্ষিক ফলাফল বুঝে পেলো আল মদিনা একাডেমি'র শিক্ষার্থীরা।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ব্যতিক্রমি আয়োজনে ৫৫ তম মহান জাতীয় বিজয় দিবস উদযাপন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষক -শিক্ষার্থীদের যৌথ কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে বিজয়ের উল্লাসে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের বার্ষিক মূল্যায়ন অভিক্ষার ফলাফল অর্জনের মূল্যবান স্বীকৃতি। এই আয়োজনে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি বিজয়ের চেতনায় শিক্ষার্থীদের উৎফুল্ল মনোভাবে খুশিতে মন ভরে উঠে আগত অভিভাবকদের। অভিভাবকরা জানান,কোমলমতি এসব শিক্ষার্থীদের বিজয়ের আনন্দ বুঝি এমনই হয়,ওদের উৎফুল্ল মনোভাব হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো। এছাড়াও আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে প্রতিবারের মতো এবারো বিজয়ের উল্লাসের সাথে মিল রেখে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী কিড্স গ্রাজুয়েশন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আতাউর রহমান।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনামূলক  গ্রাজুয়েশন ক্যাপ পরিয়ে দেন অতিথিবৃন্দ। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীদের হাতে কলম উপহারসহ তুলে দেয়া হয় ফলাফল ফাইল।

কোষাধ্যক্ষ ইয়াকুব আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনটি অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। অতপর উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক রফিকুর রহমান।

বর্ণিল সাজে সজ্জিত ক্যাম্পাসে  অনুষ্ঠিত বিজয়ের উল্লাসে কিডস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে  একাডেমির শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত, প্রত্যেক ক্লাসের পৃথক পৃথক গ্রেজুয়েশন রেলী ও বিভিন্ন পরিবেশনা মুগ্ধতা ছড়ায়। উপস্থিত অতিথি, অভিভাবকগনসহ সকলেই উল্লসিত হন।

প্রধান অতিথি অ্যাডভোেট সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিজয়ের উল্লাসে আল মদিনা একাডেমির ব্যতিক্রমি কিড্স গ্রাজুয়েশন ও বার্ষিক অভিক্ষার ফলাফল প্রকাশের আয়োজন শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস সঞ্চার করবে। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে আল মদিনা একাডেমির এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা আক্তার, রুমেনা আক্তার, জাবেদুল হাসান, ইয়াকুব আল হাসান, ইমরান হোসেন, হোসেন মিয়া,জাকিদুল ইসলাম, হানিফা জান্নাত বুশরা, মাহমুদা বেগম মার্জিয়া, সাদিয়া বেগম, রোকসানা আক্তার মুন্নি,সীমা বেগম, শিপা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *