আহমদ বিলাল খান: রাঙ্গামাটিতে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ উপলক্ষে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র), এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব শেখ মো. সেলিম মহোদয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হক মহোদয় এবং রাঙ্গামাটি জেলা পুলিশের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জনাব মো. ফোরকান শরীফ।
পরীক্ষা শেষে পুলিশ সুপার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে বলেন, পুলিশ সদস্যদের পদোন্নতি শুধু দায়িত্বের বৃদ্ধি নয়, এটি সততা, শৃঙ্খলা ও জনগণের সেবায় আরও নিবেদিত হওয়ার অঙ্গীকার।
এ সময় পুলিশ সুপার পরীক্ষা বোর্ডের সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্যারেড, টার্নআউট, ড্রিল কমান্ড পর্যবেক্ষণ, অস্ত্র বিষয়ক পরীক্ষা, ক্যাম্প পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন এবং বিধি মোতাবেক পরীক্ষার্থীদের মূল্যায়ন করেন।