ইরানের বন্দরনগরীর বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে এক ভয়াবহ রাসায়নিক বিস্ফো’রণের ঘটনায় নিহতের সঙ্খা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এছাড়াও আহতের সংখ্যা ১২শ এর অধিক বলে জানাযায়,।
আজ সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক তথ্য জানায়।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির সংসদের সামাজিক কমিটির সদস্য আহমাদ ফাতেমি এই ঘটনার সু স্পষ্ট তদন্ত করতে ‘নিরীক্ষণ সংস্থা ও বিচার বিভাগ’-এর প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়াও রাজ্যের রাজাই বন্দরে বিস্ফোরণের সাথে জড়িত ব্যর্থতার জন্য সবাইকে স্পষ্ট জবাবদিহিতা দাবি করেছেন।
ফাতেমি বলেন, ‘কোনো পদক্ষেপ না নেয়ার ব্যর্থতাগুলো সম্পূর্ণভাবে চিহ্নিত করতে হবে। যেসব স্থানে দাহ্য রাসায়নিক পদার্থ রয়েছে, সেখানে সকল ধরনের নিরাপত্তা ও প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যেসব কনটেইনারে বিস্ফোরিত হয়েছে, সেগুলোর ভেতর কী ছিল তা এখনপর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিস্ফোরণের পর এলাকায় সালফারজাতীয় পদার্থের গন্ধ ছড়িয়ে পড়েছে।
বিস্ফোরণের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ইরাক, জাপান ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ ইরানের প্রতিগভীর সমবেদনা জানিয়েছে।